ইন্টারন্যাশনাল শ্রম বাজার ও লোকাল শ্রম বাজার এর মধ্যে পার্থক্য কি ?
বর্তমান সময়ে লোকাল শ্রম বাজার এর চাইতে ইন্টারন্যাশনাল শ্রম বাজার এ শ্রমিকের মুজুরী বহুলাংশে বেশি । আর তথ্য প্রযুক্তি এই সময়ে যারা ফ্রিল্যান্সিং নামক পেশার সাথে যুক্ত তারা তার উপযুক্ত শ্রম মূ্ল্য পেয়ে থাকে ।
উদাহরন : ধরা যাক আপনি একটা প্রিন্টিং প্রেসে কাজ করেন সেখানে একটা কোম্পানীর ব্র্যান্ড আইডেনটিটির জন্য একটি লোগো ডিজাইন করার জন্য আপনাকে তারা হয়তো 200 টাকা থেকে 300 টাকা দিতে পারে – আর ঐ একই লোগোটি যদি আপনি একজন ফ্রিল্যান্সার হিসেবে ইন্টারন্যাশনাল মার্কেটপ্লেসে কাজ করে থাকেন তাহলে তার জন্য আপনি পাবেন বাংলাদেশি টাকায় 4000-5000 টাকা এত বোঝা যায় যে ইন্টারন্যাশনাল শ্রম বাজার ও লোকাল শ্রম বাজার এর মধ্যে পার্থক্য কতখানি ।