Freelancing career VS Jobs career – ‍Start Your Freelancing Career

ফ্রিল্যান্সিং করবেন নাকি চাকুরী করবেন

  • ফ্রিল্যান্সিং ক্যারিয়ার এর সুবিধা

  • আপনি নিজেই নিজের অফিসের বস কারো অধিনে কাজ করতে হয় না ।স্বাধীন ও মুক্ত পেশার নামই হচ্ছে ফ্রিল্যান্সিং বর্তমান সময়ের খুবই জনপ্রিয় ও স্মার্ট পেশা ।
  •  ফ্রিল্যান্সিং এ মাত্র 1 বছরের মধ্যে সফল হওয়া যায়।
  • ঘরে বসে আনলিমিটেড আয় করা যায় ।
  •  পরিবারের একজন ফ্রিল্যান্সার হলে পরবর্তীতে সবাই এই পেশার সংঙ্গে যুক্ত হতে পারে ।
  • শ্রমের উপযুক্ত সম্মান ও মুজুরী পাওয়া যায় ।
  • ঘরে বসে দেশে ও বিদেশে  রিমোট জব করা যায় ।    
  • কাজে যোগদানের কোন টাইম ও নিয়ম নাই ।
  • সামান্য বিদ্যুৎ বিল আর সময় হচ্ছে ফ্রিল্যান্সিং এর ইনভেস্ট যা সবার বাড়িতেই বিদ্যমান।
  • বিভিন্ন রকমের কাজ বিদ্যমান আপনি আপনার পছন্দ মত কাজ  নির্বাচন করতে পারবেন।
  • কম্পিউটার সম্পর্কে বিস্তর জ্ঞান থাকার প্রয়োজন নাই মোটামুটি  অপারেটিং সিস্টেম জানলেই আপনি ফ্রিল্যান্সিং শুরু করতে পারবেন ।
  • আপনার এলাকার আশে পাশেই পাবেন ফ্রিল্যান্সিং আইটি সেখান থেকে আপনার পছন্দ অনুযায়ী একটি কোর্স করে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার  ‍শুরু করতে পারবেন ।
  • ফ্রিল্যান্সিং পেশা হচ্ছে বর্তমান সময়ে অতি আধুনিক ও সম্মানজনক পেশা । আপনার পেশাকে ছোট করে দেখার বা ক্লাসিফিকেশন করার কোন সুযোগ নাই। 
  • সমাজে ফ্রিল্যান্সিং পেশার গুরুত্ব, চাহিদা ও সম্মান চাকুরীর চাইতে অনেকগুন বেশি 
  • চাকুরী ক্যারিয়ার এর অসুবিধা

  • আপনাকে একজন বসের অধীনে কাজ করতে হবে পরাধীন ও বন্দি পেশা। যা আপনার ব্যক্তি জীবনের স্বাধীনতাকে ব্যাপকভাবে বাধাগ্রস্থ করে ।
  • চাকুরী  শব্দের খাঁটি বাংলা শব্দ হচ্ছে চাকরামি করা অর্থ্যাৎ আপনার লাইফ অন্যের কাছে বিক্রয় করে দেওয়ার নামই হচ্ছে চাকুরী ।
  • তারপরেও বর্তমান সময়ে চাকুরী হচ্ছে সোনার ডিমপাড়া হাঁসের মত যা লক্ষ লক্ষ টাকা দিয়েও সহজে পাওয়া সম্ভব নয়, প্রচুর পরিমানে কমপিটিশন  করেও চাকুরী পাওয়া কঠিন ।
  •   লেখাপড়া প্রক্রিয়া একটি  লংটাইম প্রসেস  এবং আপনার জীবনের প্রায় 3  ভাগের 1 ভাগ সময় অতিবাহিত করার পর আপনি হয়তো বা একটি চাকুরী পাইলেও পাইতে পারেন এমনকি নাও পাইতে পারেন ।
  • চাকুরী করার জন্য আপনার কর্মস্থান হবে কোন একটা শহরে বা দুরের কোন একটি দূর্গম এলাকায় যা আপনার কোম্পনীর উর্ধত্বন কর্মকর্তার উপর নির্ভর করে আপনার কর্মস্থান কোথায় হবে ।
  • অফিসে আসা ও যাওয়ার একটি নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া থাকে বেশির ভাগ সময়ই আপনার অফিস টাইমের বাহিরেও অনেক  ব্যয় করতে হতে পারে ।
  • ভালো কোন সরকারী বা কর্পোরেট অফিসে চাকুরী পাওয়ার ক্ষেত্রে আপনাকে মোটা অংকের টাকা ডোনেশন দিতে হবে।
  • ভালো চাকুরী পাওয়ার ক্ষেত্রে আপনাকে অবশ্যই গ্রাজুয়েশন কমপ্লিট থাকতে হবে  এবং 2/4 বছর কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
  • চাকুরীর ক্ষেত্রে আপনি কোন গ্রেডে চাকুরী করেন সমাজের মানুষ তার   ক্লাসিফিকেশন করে ।
  • পড়ালেখা শেষ করার পর যদি আপনি আপনি চাকুরী না পান সেক্ষেত্রে সমাজের মানুষ আপনাকে নিয়ে টোল করা শুরু করে ও হেয় প্রতিপন্ন করে   যা অনেক কষ্টদায়ক ওঅসম্মানজনক ।

বিঃ দ্রঃ পড়ালেখার পাশাপাশি আপনার সন্তানকে ফ্রিল্যান্সিং শিখান - কারন ফ্রিল্যান্সিং হচ্ছে বর্তমান সময়ের স্বাধীন ও স্মার্ট পেশা

Leave a Reply